সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবারও একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রক্ষা করব।”

তিনি বলেন, দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার রয়েছে বিএনপির। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, “সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকবে।”

নতুন করে সহিংসতার আশঙ্কার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “শত্রুরা আবারও হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমরা আশঙ্কা করছি, সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে।”

এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধগুলো উন্মুক্ত করে দেওয়া হয়।

Read Previous

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

Read Next

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

Most Popular