তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই সাংবাদিক সমাজের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারির চেষ্টা করবে সরকার। তিনি বলেন, এসব উদ্যোগ গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা জোরদারে ভূমিকা রাখবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তথ্য ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বাংলাদেশ বর্তমানে স্বৈরাচারী শাসনব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে। এই গণতান্ত্রিক যাত্রা সম্পন্ন হবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে।” তিনি আরও বলেন, গণতন্ত্রের এই যাত্রাকে শক্তিশালী করার অন্যতম প্রধান স্তম্ভ হলো স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম।
তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে সাংবাদিকদেরও পেশাগত নৈতিকতা ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয় না বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যম খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, সম্প্রচার কমিশন আইন প্রণয়ন এবং গণমাধ্যমের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে আলাদা আইন করার উদ্যোগ নেওয়া হবে। এসব আইন বাস্তবায়িত হলে গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং জনগণের তথ্য জানার অধিকার সুরক্ষিত হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমিত সময়ের মধ্যেই সরকার দৃশ্যমান অগ্রগতি দেখাতে চায়, যাতে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশাগুলো বাস্তব রূপ পায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার ভিত আরও শক্তিশালী হয়।
