আন্তর্জাতিক মানের নান্দনিক পরিবেশে ও নতুন ঠিকানায় পারসোনা’র গুলশান-২ শাখার উদ্বোধন

বাংলাদেশের সৌন্দর্যসেবা খাতে সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় ব্র্যান্ড পারসোনা তাদের নতুন ও আধুনিকায়িত ৬,০০০ বর্গফুটের গুলশান-২ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। নতুন শাখাটি গুলশান এভিনিউয়ের হোসনা সেন্টার – আইপিডিসি বিল্ডিং, ৫ম তলা, ১০৬ গুলশান এভিনিউ-এ অবস্থিত। আন্তর্জাতিক মানের সৌন্দর্যসেবা প্রদানের লক্ষ্যে নতুন আউটলেটটি সম্পূর্ণ নতুন রূপে সাজানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৪, মিস আনিকা আলম, পারসোনার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, সিনিয়র ডিরেক্টর রুনু মোশাররফ, বোর্ড সদস্যবৃন্দ, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও পারসোনার নিবেদিতপ্রাণ কর্মীরা।

মিস আনিকা আলম পারসোনার উদ্ভাবনী অগ্রযাত্রা ও নেতৃত্বের প্রশংসা করে বলেন, “পারসোনা বহু বছর ধরে সৌন্দর্যসেবায় এক বিশ্বস্ত নাম। ব্র্যান্ডটি যেভাবে আত্মনিবেদন ও অগ্রগতির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। নতুন এই আউটলেট পারসোনার গ্রাহক অভিজ্ঞতা উন্নত করা এবং শিল্পে নতুন মানদণ্ড স্থাপনের এক উজ্জ্বল উদাহরণ। এই মাইলফলকের অংশ হতে পেরে আমি গর্বিত এবং নিশ্চিত গ্রাহকরা এই পরিবেশ ও সেবার মান উপভোগ করবেন।”

অনুষ্ঠানে কানিজ আলমাস খান শাখা স্থানান্তরের উদ্দেশ্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের গ্রাহকরা। তাদের আস্থা আজকের পারসোনাকে তৈরি করেছে। পূর্ববর্তী অবস্থানটি ভালো ছিল, তবে কিছু সীমাবদ্ধতা আমাদের কাঙ্ক্ষিত মানের সেবা দিতে বাধা দিচ্ছিল। নতুন আউটলেটটি আধুনিক সুবিধা-সম্পন্ন, যা গ্রাহকদের আরও আরাম, সহজ যোগাযোগ এবং স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করবে।”

তিনি আরও বলেন,“আমাদের লক্ষ্য হলো সেবাকে ধারাবাহিকভাবে উন্নত করা যাতে গ্রাহকরা আনন্দ ও সন্তুষ্টি পান। একটি বিউটি সেলুন গ্রাহকের মানসিক শান্তি ও আরামের স্থান হওয়া উচিত। পরিবেশ, সেবার মান এবং আমাদের টিমের যত্ন—এসবই সেই অভিজ্ঞতার অংশ। নতুন এই শাখার মাধ্যমে আমরা সেই অভিজ্ঞতাকে আরও উচ্চতায় নিতে চাই।”

পারসোনার বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর শাওন তানভীর বলেন, “এই নতুন আউটলেট আমাদের গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা ও মূল্যায়নের প্রতিফলন। তাদের আস্থা সবসময় আমাদের উদ্ভাবন ও সেবার প্রসারণে অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা গ্রাহকদের পছন্দ অনুযায়ী আমাদের সেবাসমূহ সর্বোচ্চ মানে প্রদান অব্যাহত রাখবো।”

গত ২৫ বছর ধরে পারসোনা বাংলাদেশের সৌন্দর্যসেবা শিল্পে অগ্রদূতের ভূমিকা পালন করছে। বর্তমানে পারসোনার ১৪টি আউটলেট সারা দেশে পরিচালিত হচ্ছে-ঢাকার ধানমন্ডি, মিরপুর, উত্তরা, গুলশান-১, গুলশান-২, বনানী, ওয়ারী, কাকরাইলসহ চট্টগ্রাম ও সিলেটেও শাখা রয়েছে।

পারসোনা নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে তাদের কর্মীদের দক্ষ করে তোলে এবং বর্তমানে প্রতিষ্ঠানে ২,০০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। পাশাপাশি, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Read Previous

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Read Next

পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular