স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের সহিংসতাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়িত্বে থাকতে পারেন না। তিনি এই বক্তব্য প্রত্যাহার এবং ‘অথর্ব’ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এ দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা বাণিজ্য হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হাদির ওপর হামলার মাধ্যমে বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ-আজকের এই সমাবেশ সেই বার্তাই দিচ্ছে।”
বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, “গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। গুম-খুন হয়েছে দক্ষতার সঙ্গে; অথচ এখন খুনিদের ধরতে পারছে না। ডিপস্টেট নিয়ে কথা বলতে হবে। ’৭১ সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছিল-এখনো তা চলছে। কাল উৎসব করতে নয়, প্রতিরোধ যাত্রা করব।”
হাদির ওপর হামলার ঘটনায় ভারতের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম আরও বলেন, “ভারত যদি মনে করে আগের মতো হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে-তা ভুল প্রমাণ করা হবে। ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে বিষয়টি মাথায় রাখতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক বজায় রাখা জরুরি।”
সমাবেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য, এই সমাবেশের মাধ্যমে হামলার প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করা হয়েছে।
