সিঙ্গাপুর যাওয়ার আগে হাদির অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের সর্বশেষ তথ্য

জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেয়ার ক্ষেত্রে চিকিৎসাগত কোনো বাধা নেই বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

জরুরি বৈঠক শেষে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বোর্ড জানায়, হাদির শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি এবং প্রয়োজনীয় সব ক্লিনিক্যাল প্যারামিটার স্থিতিশীল রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ সোমবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, মেডিকেল বোর্ড সর্বশেষ অবস্থা মূল্যায়ন করে দেখেছে যে রোগীর শারীরিক অবস্থায় নতুন করে কোনো অবনতি হয়নি। কিডনি ফাংশন স্বাভাবিকভাবে কাজ করছে এবং শরীরের কোনো অর্গানে (অঙ্গপ্রত্যঙ্গ) নতুন করে সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।

ডা. আব্দুল আহাদ জানান, আইসিইউ অ্যাম্বুলেন্সে করে হাদিকে বিমানবন্দরে নেয়া হয় এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে আগেই যোগাযোগ করা হয়েছে, তাকে সেখানে ইমার্জেন্সি কেয়ারে নেয়া হবে।

তিনি বলেন, ‘প্রথম দিন যেই অবস্থায় রোগীকে আমরা রিসিভ করেছি, এখনো মূলত সেই একই অবস্থায় আছে। অবস্থার উন্নতি হয়নি, আবার খারাপের দিকেও যায়নি।’

Read Previous

পাশে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি সাদিক কায়েমের

Read Next

অল্প সময়েই কিছু অধ্যাদেশ জারির চেষ্টা থাকবে: তথ্য উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular