ছায়ানটের বিজয় উৎসব ২০২৫

১৬ ডিসেম্বর, পহেলা পৌষ অনুষ্ঠিত হলো ছায়ানটের বিজয় উৎসব। সূচনা হয় ধানমণ্ডির আবাহনী ক্লাব মাঠে, বিকাল ৩টা ৫০মিনিটে জাতীয়সঙ্গীতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং ছায়ানটের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা । আয়োজনের সমাপ্তি হয় ৪টা ৩১মিনিটে জাতীয়সঙ্গীত গেয়ে।

এবারের আয়োজনে ছিল নৃত্যসহ ৫টি সম্মেলক নৃত্যগীত, ২টি সম্মেলক গান এবং ১টি একক গান (আমি দাম দিয়ে কিনেছি বাংলা) পরিবেশন করেন চন্দনা মজুমদার এবং ১টি একক আবৃত্তি (বাতাসে লাশের গন্ধ পাই) পরিবেশন করেন জয়ন্ত রায়।

নৃত্য পরিবেশিত হয়- দাও শৌর্য,দাও, ধৈর্য , যে তোমায় ছাড়ে ছাড়ুক, সেদিন আর কত দূরে, যদি তোর ভাবনা থাকে, লাখো লাখো শহীদের সম্মেলক গানের সঙ্গে।

এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দীপ্ত টেলিভিশন এবং পুরো আয়োজনই সরাসরি দেখানো হয়েছে ছায়ানটের ফেইসবুক পেইজ ।

Read Previous

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular