গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে ‘সূর্যসন্তান’ আখ্যায়িত করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, একাত্তরে জামায়াত স্বাধীনতাবিরোধী ছিল এবং এখনও তারা একই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা চলে না। গোলাম আযম ও নিজামীকে সূর্যসন্তান বলা মানে জাতির প্রকৃত সূর্যসন্তান-মুক্তিযোদ্ধাদের অপমান করা। ইতিহাস বিকৃত করে কোনোভাবেই দায় এড়ানো যাবে না।’ তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তিনি নির্বাচনকালীন পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ হীন স্বার্থে দেশবাসীকে পরস্পরের মুখোমুখি করা হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।’
