আজ লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে এটিই লন্ডনে তার শেষ কর্মসূচি বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান।

লন্ডন বিএনপির স্থানীয় নেতারা জানান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন তারেক রহমান। সময় স্বল্পতার কারণে কমিউনিটি নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে লন্ডনে তারেক রহমানের এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। অনুষ্ঠান সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

এদিকে, আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনে অবস্থিত বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে দলীয় নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Read Previous

মহান বিজয় দিবস আজ

Read Next

দেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular