অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না: শাকিল খান

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও সম্প্রতি মুখ খুললেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে। একই সঙ্গে মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিজের পুরোনো মন্তব্যের ব্যাখ্যা দিলেন এবং তার সংগ্রামের ভূয়সী প্রশংসা করলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানালেন, শাকিব খান এই দেশেরই সন্তান এবং তার আজকের অবস্থান একমাত্র তার কঠোর পরিশ্রমের ফসল।

‘সুপারস্টার’ বিতর্ক ও ব্যাখ্যা অতীতে ‘অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না’—এমন মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছিলেন শাকিল খান। অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো শাকিব খানকে উদ্দেশ্য করে বলা। তবে এবার সেই ভুল ভাঙালেন অভিনেতা।

শাকিল খান বলেন, “আমি আগে বলেছিলাম দু-একটা অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয়ে যায় না। কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের ওপর চাপিয়ে দিয়েছে। আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি! বরং আমি সবসময় বলি, যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত।”

শাকিবের পরিশ্রম ও প্রশংসা শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রামের সাক্ষী শাকিল খান। মেগাস্টারের প্রশংসা করে তিনি বলেন, “শাকিব খান বর্তমানে যে প্ল্যাটফর্মে এগিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। একটা ছেলে এত কষ্ট করে আজ এই অবস্থানে এসেছে, তার পরিশ্রমের মূল্যায়ন আমাদের করতেই হবে। আমি তার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত দেখেছি। সে নিজের মেধা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে এই জায়গাটি অর্জন করেছে।”

ইন্ডাস্ট্রির সংকট ও সোনালি অতীত চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়েও খোলামেলা কথা বলেন এই অভিনেতা। কিংবদন্তি রাজ্জাক ও ফারুকের প্রয়াণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তারা চলে গেছেন, কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি। আজ আমি আছি, কাল চলে যাব—এটাই নিয়ম।”

তবে বর্তমানে চলচ্চিত্রের পরিধি ছোট হয়ে আসা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন শাকিল খান। তার ভাষ্যে, “ইন্ডাস্ট্রি এখন হয়তো ছোট হয়ে গেছে, তবে আমরা কখনোই এমনটা আশা করিনি। একটি ভালো চলচ্চিত্রের মাধ্যমে সারা বাংলার মানুষকে যুক্ত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অথচ আমরাই অনেক সময় এই পরিধি ছোট করার পেছনে দায়ী থাকি।”

Read Previous

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের পাশ থেকে চারটি ককটেল উদ্ধার

Read Next

নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিগত বিষয়, নিরাপত্তা সংকট নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular