নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিগত বিষয়, নিরাপত্তা সংকট নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন থেকে সরে দাঁড়ানো সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত; এর সঙ্গে কোনো ধরনের নিরাপত্তা সংকট জড়িত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন করা বা না করা প্রার্থীর একান্ত ব্যক্তিগত বিষয়। এতে করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই।

এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদী বড় মাপের একজন জুলাই যোদ্ধা। দেশের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন-সবার কাছে তার জন্য খাস দিলে দোয়া কামনা করছি।’

অনুষ্ঠানে তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি একটি স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়া। এর আগে বাংলাদেশও ভারতের রাষ্ট্রদূতকে তলব করেছিল বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিকেএমইএ’র পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশের জন্য ছয়টি পুলিশ ভ্যান উপহার হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, শিল্প পুলিশের প্রধান গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে অনুষ্ঠান শেষে ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, ৫ আগস্টের পর লুট হওয়া সব অস্ত্র উদ্ধারসহ সাত দফা দাবিতে বিক্ষোভ করেন এনসিপি, ছাত্রদল, ওয়ারিয়র্স অব জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রশক্তির নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা।

বিকেএমইএ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেওয়া শেষে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবিগুলোকে যুক্তিসঙ্গত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দ্রুত সময়ের মধ্যে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

Read Previous

অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না: শাকিল খান

Read Next

মেডিকেলে চান্স পেলেন যমজ দুই বোন, পরিবারে আনন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular