গাইবান্ধায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ের পাশ থেকে চারটি ককটেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের পাশ থেকে ৪টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব-১৩।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা কোমরপুর গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয় লক্ষ্য করে ককটেলগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রামীণ ব্যাংকের শাখার পাশে ককটেলসদৃশ ৪টি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি র‌্যাব-১৩ রংপুরের বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হয়। তারা গভীর রাতে ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ৪টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘৪টি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে র‍্যাবের সহায়তায় সেগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। ককটেলগুলো কীভাবে, কারা নিয়ে এলো, তা তদন্ত করা হচ্ছে।’

Read Previous

সমালোচনার মুখে বিশ্বকাপ টিকিটের দাম কমাল ফিফা

Read Next

অ্যাওয়ার্ড পেলেই কেউ সুপারস্টার হয় না: শাকিল খান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular