বিশ্বকাপজয়ী দল এবার পাবে রেকর্ড পরিমাণ প্রাইজমানি

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানির ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য মোট পুরস্কার তহবিল আগের আসরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

ঘোষিত কাঠামো অনুযায়ী, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকা। ৪৮টি অংশগ্রহণকারী দেশের মধ্যে মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮ হাজার ৮৬১ কোটি টাকা) প্রাইজমানি হিসেবে বিতরণ করা হবে।

এর মধ্যে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হবে ৬৫ কোটি ৫০ লাখ ডলার। পাশাপাশি প্রতিটি দলকে প্রস্তুতি ব্যয়ের জন্য ১৫ লাখ ডলার করে প্রদান করা হবে, যার মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ কোটি ২০ লাখ ডলার।

সম্প্রতি অতিরিক্ত টিকিটমূল্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিল ২০২৬ বিশ্বকাপ। সমর্থকদের চাপের মুখে ফিফা কিছু টিকিটের মূল্য কমিয়ে ৬০ ডলারে নামিয়ে আনে। এর মধ্যেই ফিফা কাউন্সিল বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার তহবিলের ঘোষণা দিল।

প্রাইজমানির কাঠামো অনুযায়ী, গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলো পাবে ৯০ লাখ ডলার করে। রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২ কোটি ৯০ লাখ ডলার, আর চতুর্থ স্থান পাওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছিল ৪ কোটি ২০ লাখ ডলার, আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিতে ফ্রান্স পেয়েছিল ৩ কোটি ৮০ লাখ ডলার। ফিফা ১৯৮২ সাল থেকে বিশ্বকাপের প্রাইজমানির তথ্য প্রকাশ করে আসছে। সে বছর ইতালি বিশ্বকাপ জিতে পেয়েছিল মাত্র ২২ লাখ ডলার।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই প্রাইজমানি প্রমাণ করে যে বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্তের সূচনা করবে। তবে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান টম গ্রেট্রেক্স মন্তব্য করেন, বিপুল পুরস্কার তহবিল দেখায় যে অর্থের কোনো ঘাটতি নেই, তাই বিশ্বকাপের স্বকীয়তা ও সমর্থকদের স্বার্থ রক্ষায় ফিফার এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

৪৮ দল নিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।

Read Previous

এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

Read Next

নেতাকর্মীদের ঢাকায় আনতে ৭ রুটে বিশেষ ট্রেন রিজার্ভ চায় বিএনপি

Most Popular