আইপিএলের মাঝে ওয়ানডে সিরিজ খেলবেন মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমানকে সুখবর দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লম্বা সময়ের জন্য ছাড়পত্র দেওয়া হবে তাকে।

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় হোম সিরিজে কেবল তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে হবে মুস্তাফিজকে। কিউইদের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের দলে রাখা হবে না তাকে। ওই সময়ে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলে খেলবেন তিনি।

২০২৬ সালের ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত আইপিএলের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি এপ্রিলের শুরুতে হলে কেকেআরের সিংহভাগ ম্যাচে থাকতে পারবেন। বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে দলে নিয়েছে শাহরুখ খানের কেকেআর। রেকর্ড সম্মানীতে খেলার সুযোগ পেয়ে খুশি বাঁহাতি এ পেসার।

লিগের পুরো সময় খেলতে পারলে লাভবান হতেন তিনি। কেকেআর ফাইনালে উন্নীত হলে ২২টি ম্যাচ খেলবে। সে ক্ষেত্রে প্রতি ম্যাচে মোস্তাফিজের প্রায় ৪১ লাখ ৮১ হাজার রুপি। লিগ পর্বে বাদ পড়লে ৫১ লাখ রুপি হবে ম্যাচের সম্মানী। জাতীয় দলে খেলার কারণে যে কটি ম্যাচে অনুপস্থিত থাকবেন, ওই হিসেবে সম্মানী কেটে রাখবে কেকেআর। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার জন্য তিন থেকে চারটি ম্যাচে অনুপস্থিত থাকতে হতে পারে তাকে।

Read Previous

কুমিল্লায় থানা হেফাজতে থাকা নারী আসামির মরদেহ উদ্ধার

Read Next

নভেম্বরে সড়কে নিহত ৪৮৩ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular