সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, কয়েকজন বাংলাদেশি আটক

সৌদি আরবে অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর ঘটনায় কয়েকজন বাংলাদেশি আটক হয়েছেন। রিয়াদের বাংলাদেশ দূতাবাস বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রবাসী নাগরিকদের সতর্ক করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম, হোটেল-রেস্তোরাঁ এবং ব্যক্তিগত বাসায় অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন করা হয়েছে। এছাড়া দলবদ্ধভাবে প্রচার চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কিছু বাংলাদেশিকে আটক করেছে।

দূতাবাস প্রবাসী নাগরিকদের কাছে অনুরোধ করেছে, বৈধ অনুমতি ছাড়া কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য সতর্ক থাকুন এবং স্থানীয় আইন-কানুন মেনে চলুন।

Read Previous

যুক্তরাষ্ট্রে রফতানি বাড়লেও ইউরোপ ও অপ্রচলিত বাজারে পিছিয়ে বাংলাদেশ

Read Next

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ, দাবি ট্রাম্পের শীর্ষ সহকারীর

Most Popular