আজ প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা প্রকাশিত হয়নি

হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত হয়নি ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে গণমাধ্যম দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা। সরেজমিনে গিয়েও দেখা যায়, সকালে পত্রিকা দুটি স্টলে আসেনি।

পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন– রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না। এছাড়া, আপাতত দুই পত্রিকার অনলাইন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এর আগে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল লোক প্রথমে দৈনিক প্রথম আলো, এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেয়। এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দুজন ফায়ার ফাইটার আহত হন।

এদিকে, ডেইলি স্টার ভবনের সামনে বিক্ষোভকারীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন সম্পাদক পরিষদের সভাপতি এবং ‘নিউ এজ’ পত্রিকার সম্পাদক নূরুল কবীর। রাজধানীর ফার্মগেটে ডেইলি স্টারের সামনে অগ্নিসংযোগ করা হলে সেখানে হামলাকারীদের থামাতে গিয়ে তাদের তোপের মুখে পড়েন তিনি।

ডেইলি স্টারের সামনে নিউ এইজ সম্পাদক নূরুল কবীর নাজেহাল

এ ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তির হাতে নাজেহাল হন নূরুল কবীর। ভিড়ের মধ্যে তার পিঠে ধাক্কা দিতে দেখা গেছে। একজনকে তার চুল টানতেও দেখা যায়।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর পায় দেশ। তার মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা যায়।

হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বতী সরকার।

Read Previous

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, আটক ১২

Read Next

দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular