নির্বাচন ঘিরে তারেক রহমানকে নিয়ে ব্যাপক পরিকল্পনা বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে দলটি। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে সারা দেশে গণসংযোগে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিএনপির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে দেশে ফিরেই সরাসরি মাঠের রাজনীতিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। নানা প্রতিবন্ধকতার কারণে এতদিন দেশে ফেরা সম্ভব না হলেও অবশেষে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

নির্বাসিত জীবনের পুরো সময়জুড়েই দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জুলাই অভ্যুত্থানসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও তার সক্রিয় উপস্থিতির কথা উল্লেখ করছেন দলীয় নেতারা। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন নেতাকর্মীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দেড় মাস আগে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। দলটির পরিকল্পনা অনুযায়ী, দেশে ফিরেই সাধারণ মানুষের কাছে যাবেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে আগের মতো মাঠে সক্রিয় থাকতে পারছেন না। সেই শূন্যতা পূরণ করবেন তারেক রহমান। তার আগমনে ধানের শীষের প্রতি মানুষের সমর্থন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনমুখী রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের প্রত্যাবর্তন নতুন মাত্রা যোগ করবে। তিনি একজন জনগণের নেতা এবং জনগণের কাছেই যাবেন। দেশব্যাপী গণসংযোগে তার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলতে সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে বিএনপি। এসব আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে আলাদা অভ্যর্থনা টিম গঠন করা হয়েছে।

Read Previous

ওজন কমাতে খালি পেটে খাওয়ার উপযোগী খাবার

Read Next

‘ভোটের গাড়ি’ উদ্বোধন বিকেলে

Most Popular