বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

বিশ্বের অন্যতম প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক প্রথমবারের মতো তার ব্যক্তিগত সম্পদ ৭০০ বিলিয়ন ডলারের সীমানা অতিক্রম করেছেন। বর্তমানে তার সম্পদমূল্য প্রায় ৭৪৮.৯ বিলিয়ন ডলার বা প্রায় ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার।

বৈশ্বিক গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের ধারণা, এই হারে সম্পদ বৃদ্ধি অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে ইলন মাস্ক বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক হতে পারেন।

ইলন মাস্ক একের পর এক রেকর্ড স্থাপন করছেন। ২০২৪ সালের তুলনায় তার সম্পদ প্রায় চার গুণ বেড়েছে। স্পেসএক্সের শেয়ার বাজারে আসার খবর এবং টেসলার প্রধান নির্বাহীর বিশাল বেতন প্যাকেজ নিশ্চিত হওয়ায় সম্প্রতি তার সম্পদ আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের দ্বিতীয় ধনী ল্যারি পেজ, যার সম্পদ ২৫ হাজার ২৬০ কোটি ডলার। তৃতীয় স্থানে আছেন ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন (২৪ হাজার ২৭০ কোটি ডলার), চতুর্থ স্থানে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস (২৩ হাজার ৯৪০ কোটি ডলার) এবং পঞ্চম স্থানে গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্জেই ব্রিন (২৩ হাজার ৩১০ কোটি ডলার)।

বিশ্লেষকদের মতে, টেসলা, রোবোটিকস এবং এআই-ভিত্তিক ব্যবসাকে কেন্দ্র করে ইলন মাস্ক তার সম্পদকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার বর্তমান ও ভবিষ্যৎ কর্মকৌশল প্রযুক্তি খাতে বিশ্বে প্রভাব ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Read Previous

২০২৫ কাঁপিয়েছে যেসব বলিউড সিনেমা

Read Next

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা, ওসমান হাদির হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Most Popular