আরব মরুভূমিতে বিরল তুষারপাত

এক বিরল ঘটনার সাক্ষী হলো আরব মরুভূমি। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সৌদি আরব ও কাতারে হালকা তুষারপাত হয়েছে। সৌদি আরবের বিশাল বাদামী টিলাগুলোতে তুষার পড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উত্তর সৌদি আরবের কিছু এলাকায় বিরল শীতের ঝড়ের প্রভাবে তৈরি হয়েছে এক অপ্রত্যাশিত দৃশ্য।

মরুভূমি শহর হাইল সাদা তুষারের চাদরে ঢেকে গেছে। আরব উপদ্বীপে প্রবল শীতল হাওয়ার কারণে এই অস্বাভাবিক আবহাওয়া দেখা দিয়েছে, যার ফলে উত্তরের কিছু অঞ্চলে তাপমাত্রা প্রায় মাইনাস চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।
স্থানীয়রা এই তুষারপাতকে ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন, অনেকের দাবি, প্রায় ত্রিশ বছর ধরে তারা এমন দৃশ্য দেখেননি। স্থানীয়রা পাফার জ্যাকেট পরে বিস্ময়ের সঙ্গে তুষারপাত উপভোগ করছেন।

তারা কখনও ঈশ্বরের প্রশংসা করছেন, আবার কখনও চোখে বিস্ময় নিয়ে চারদিক তাকিয়ে দেখছেন।

এই বিরল দৃশ্য পর্যটক ও স্থানীয়দের আকর্ষণ করেছে এবং মরুভূমিকে এক নাটকীয় শীতের রূপে পরিণত করেছে। কাতারেও বড় কিছু এলাকায় ঘন তুষার জমে যায়। আকাশে ঘন কালো মেঘ ভেসে ওঠে, যা ধূসর ও সাদা রঙের এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে।

এভাবে বরফে সাদা হয়ে থাকার ছবি সচরাচর দেখা যায় না এসব স্থানে। স্বাভাবিকভাবেই মরুভূমির বুকে তুষারপাত বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। মরুভূমিতে তুষারপাতের ভিডিওগুলো দেখে প্রথমে অনেকেই সন্দেহ করেছিলেন, এগুলো সত্য নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। ভিডিওগুলো আসল না নকল তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।

তবে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র এই ঘটনা নিশ্চিত করেছে এবং পূর্বেই হালকা তুষারপাত, কুয়াশা ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছিল। এছাড়া কেন্দ্র কাসিম ও উত্তর রিয়াদ অঞ্চলেও সম্ভাব্য তুষারপাতের সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র : খালিজ টাইমস

Read Previous

এনসিপি নেতাকে গুলি, বেনাপোল সীমান্তে কড়াকড়ি

Read Next

ফুটবলের উন্নয়নে বাংলাদেশের পাশে ইউরোপীয় ইউনিয়ন

Most Popular