ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা, ওসমান হাদির হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইনকিলাব মঞ্চ আজ (সোমবার) একাধিক কর্মসূচির ঘোষণা দিয়েছে।

মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও সমর্থনে ঘোষিত দুই দফা দাবির একটিও পূরণ হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা প্রদান করেননি।

সংগঠনটি আরও বলেছে, সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার উপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব থাকা সত্ত্বেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ দেখানোর চেষ্টা করা হয়েছে। রাত সোয়া ১১টার একটি স্ট্যাটাসে মঞ্চ জানিয়েছে, ‘খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না।’

ওসমান হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।

মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Read Previous

বিশ্বে প্রথম ৭০০ বিলিয়ন ডলারের সম্পদের মালিক ইলন মাস্ক

Read Next

প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠক : যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে

Most Popular