জেএসইউপি’র নতুন কেন্দ্রীয় কমিটি গঠন, সভাপতি নীলা, সম্পাদক সাইফুল্লাহ

জাতীয় সাংবাদিক উন্নয়ন পরিষদ (জেএসইউপি)-এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিকতা পেশার মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক কল্যাণে কাজ করার লক্ষ্যে এই কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমা সুলতানা নীলা (পিপলস নিউজ২৪ডটকম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সাইফুল্লাহ খান (নিউজ নেক্সট বিডি)।

সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মাহবুবুর রহমান (ডেইলি গ্লোবাল ন্যাশন), রিয়াজুল ইসলাম (দৈনিক গণমানুষের আওয়াজ), মো. মেছবাহ উদ্দিন খান (আজকের মতামত), লিনিয়া আক্তার খুকু (বাংলার কণ্ঠ), এস এম সাইফুল ইসলাম কবির (দৈনিক সংবাদ প্রতিদিন), অমরেশ দত্ত জয় (কালবেলা/রাইজিং বিডি), দেওয়ান শামীম আল মামুন (দৈনিক অন্যায়ের চিত্র) ও মো. জাকির হোসেন (নাগরিক চিত্র)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোকাম্মেল চৌধুরী মেনন (সারাবিশ্ব ডটকম), মনিরুল ইসলাম রানা (নিউজ নেক্সট বিডি), রফিকুল ইসলাম রাজু (ঢাকা টুডে/এশিয়ান পোস্ট), মো. মাসুম রানা (জিবিসি টিভি), বি এম আশিক হাসান (দৈনিক বাংলাদেশ সমাচার), মো. মুসা খান অভি ও সৈয়দ মামুন (দৈনিক মাতৃভূমির খবর) এবং নাছরুল্লাহ আল কাফী (দৈনিক জনকণ্ঠ/দেশকাল নিউজ)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মানিক হোসেন (বার্তা বাজার) এবং সহ-সাংগঠনিক সম্পাদক আর এ জাকারিয়া (সিআইএন টিভি২৪)। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম এ এইচ রাসেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ (স্টার নিউজ এজেন্সি) এবং তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি)।

দপ্তর সম্পাদক মো. সোহেল রহমান (দৈনিক সকালের সময়), সহ-দপ্তর সম্পাদক মো. হুজাইফা হাসান (দৈনিক বর্তমান), সমাজকল্যাণ সম্পাদক মো. রোমান মিয়া (ক্রাইম পেট্রোল নিউজ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান (বহুমত)।

মহিলা সম্পাদিকা রহিমা খানম (দৈনিক বাংলাদেশ সময়), সাংস্কৃতিক সম্পাদক মো. হাবিবুর রহমান অন্তর (দৈনিক ভোরের চেতনা), আন্তর্জাতিক সম্পাদক মো. শফিকুল ইসলাম (সময়ের চিত্র), অর্থ সম্পাদক কল্পনা খাতুন (জিবিসি টিভি) এবং ক্রীড়া সম্পাদক এস কে শুভ (নিউজ২১)।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. জাফরান আকন্দ (দৈনিক স্বাধীন বাংলা) এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে আবুল বারাকাত (দৈনিক মাতৃভূমির খবর) দায়িত্ব পেয়েছেন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এ আর মামুন (সময়ের চিত্র), জেসমিন জুই (দৈনিক নওরোজ), মিল্কী ফয়সাল আহমেদ ও কাজী জামান (দৈনিক প্রতিদিনের কাগজ), মো. জাহাঙ্গীর আলম রায়হান (দৈনিক ভোরের দর্পণ), মো. আরিফ বিল্লাহ (নাগরিক প্রতিদিন), মো. মোয়াজ্জেম হোসেন (পিপলস নিউজ২৪ডটকম) এবং মোহাম্মদ আবু জাফর (দৈনিক সংযোগ বাংলাদেশ)।

জেএসইউপি নেতৃবৃন্দ জানান, রামপুরায় অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে সদস্যদের মতামত ও পরামর্শের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Read Previous

জমিয়তের সঙ্গে সমঝোতা : চার আসনে প্রার্থী দেবে না বিএনপি

Read Next

একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

Most Popular