দশম গ্রেড পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি দশম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন শিক্ষকরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়ে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বর্তমান গ্রেড ১১ (স্কেল ১২৫০০-৩০২৩০) থেকে দশম গ্রেড (স্কেল ১৬০০০-৩৮৬৪০) (গেজেটেড কর্মকর্তা)-এ উন্নীত করা হলো।

শিক্ষকরা জানান, নভেম্বর মাসের বেতন-ভাতা ১১তম গ্রেড শিক্ষকরা উত্তোলন করেছেন। ১৫ ডিসেম্বর থেকে প্রাপ্য নতুন গেডের বেতন পরবর্তী মাসে জানুয়ারিতে যুক্ত হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর প্রধান শিক্ষকদের দাবি আদায় হলো। তবে সহকারী শিক্ষকরা ১১তম বা ১২তম গ্রেডের দাবি আদায় করতে পারেননি। সর্বশেষ তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের কারণে ডিসেম্বরের আন্দোলন কর্মসূচি স্থগিত করেন।

Read Previous

কাল রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

Read Next

সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে : ডিসি-এসপিদের ইসি সানাউল্লাহ

Most Popular