তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোড থেকে শুরু হয়ে মিছিলটি পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন আব্দুল কাদের জুয়েল ভূঁইয়া, নজরুল ইসলাম নোমানী এবং রাশেদ উল হক সরকার। এতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন।


মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন।
পরে পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনা সৃ

Read Previous

রাজশাহী থেকে ঢাকায় যাবেন বিএনপির ৩৭ হাজার নেতাকর্মী

Read Next

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রেস সচিব

Most Popular