বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরো সহজ করলো চীন

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করার তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেয়ার তথ্য জানানো হয়।

দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এই নোটিশের দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের (চীনে ১৮০ দিনের বেশি নয়) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেয়া হয়েছে।

প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে, ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন—যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে।

আরও তথ্যের জন্য ঢাকার চীনা ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

Read Previous

শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু 

Read Next

ওসমান হাদি হত্যা : মূল অভিযুক্তের ব্যাংক হিসাব নিয়ে আদালতের নতুন নির্দেশনা

Most Popular