রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল হাসপাতাল, কোটি টাকার ক্ষতি
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ওবাট হেলথ পোস্ট হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী।
ওবাটের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় কাজ করেছে। কেউ আহত নেই। কীভাবে আগুন লেগেছে, তা পরে বলা যাবে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ঘর পুড়ে গেছে।
