বিপিএলের স্থগিত ম্যাচ হবে ৪ জানুয়ারি
বাংলাদেশ সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবারের বিপিএল ম্যাচ দুটি স্থগিত হয়েছে। বিসিবি থেকে জানানো হয়েছিল, আজ বুধবার (৩১ জানুয়ারি) সিলেটে স্থগিত ম্যাচ দুটি মাঠে গড়াবে। তবে ওই সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিন জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। বুধবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে, সাধারণ ছুটির দিন বিপিএলের ম্যাচ না আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
বোর্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৩০ ডিসেম্বরের স্থগিত ম্যাচ ৪ জানুয়ারি সিলেটে পূর্বের সময় অনুযায়ী মাঠে গড়াবে। সূচি অনুযায়ী, ১ ও ২ জানুয়ারি ম্যাচ মাঠে গড়াবে। ৩ ও ৪ জানুয়ারি কোন ম্যাচ ছিল না। ৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্বে যাওয়ার কথা ছিল বিপিএল। এর মধ্যে ৪ জানুয়ারি স্থগিত ম্যাচের সূচি নির্ধারণ করা হয়েছে।
অর্থাৎ ৪ জানুয়ারি সিলেটে দিনের প্রথম ম্যাচে বেলা একটায় সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচটি রাত ৬টায় শুরু হবে। বিসিবি জানিয়েছে, মঙ্গলবার যারা ম্যাচ দেখার জন্য টিকিট কেটেছিলেন, একই টিকিটে ৪ জানুয়ারির ম্যাচ দেখতে পারবেন তারা।
