রাজধানীর বাড্ডায় বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পুরাতন থানা রোডের ২০১ নম্বর বাড়ির দোতলার ফ্ল্যাটে মরদেহটি পাওয়া যায়।

পুলিশের ধারণা, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তবে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান জানান, ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে। শিগগিরই রহস্য উদঘাটন সম্ভব হবে বলে আশা করছি।

পুলিশ সূত্র জানায়, নাজমুল একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে তিনি বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে যান। এর পর থেকে তিনি একাই বাসায় ছিলেন। নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. মাসুদের ছেলে।

পুলিশ বলছে, নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Read Previous

রুমিন ফারহানা, সাইফুল আলম, হাসান মামুনসহ ৯ নেতা বিএনপি থেকে বহিষ্কার

Read Next

বিপিএলের স্থগিত ম্যাচ হবে ৪ জানুয়ারি

Most Popular