সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জমা দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তাঁকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হলফনামায় দেয়া তথ্যাদি এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকায় সারজিস আলমের মনোনয়নপত্রটি বৈধ বলে বিবেচিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই কেন্দ্রীয় সমন্বয়ক এবারই প্রথম সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, “আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছি। পঞ্চগড়ের মানুষের ভালোবাসা ও সমর্থনে আমরা চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বমুক্ত একটি আধুনিক পঞ্চগড় গড়তে চাই। আমার মনোনয়নপত্র বৈধ হওয়াটি সেই লক্ষ্যের পথে প্রথম ধাপ।”

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক প্রার্থী ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সারজিস আলম। আসন সমঝোতার অংশ হিসেবে এই আসনে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করে এনসিপি তথা সারজিস আলমকে সমর্থন দিয়েছে।

Read Previous

প্রথমবার জুটি বাঁধছেন অক্ষয়-রানি, আসছে ‘ওএমজি ৩’-এর তৃতীয় কিস্তি

Read Next

হামজা চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Most Popular