হামজা চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা ও ইংলিশ প্রিমিয়ার লিগের পরিচিত মুখ দেওয়ান হামজা চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তার নিজ বাড়িতে এই কর্মসূচি সম্পন্ন হয়।

তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হামজা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তিন শতাধিক দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রাসেল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হামজা চৌধুরীর পরিবারের সদস্যগণ।

পারিবারিক সূত্রে জানা গেছে, হামজা চৌধুরী পেশাদার ফুটবলে বিদেশে ব্যস্ত থাকলেও নাড়ির টানে সবসময় নিজ গ্রামের মানুষের কথা ভাবেন। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি এই মহতি উদ্যোগ নিয়েছেন। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তিনি নিজ গ্রামে একটি এতিমখানাও পরিচালনা করে আসছেন, যেখানে অসহায় শিশুদের শিক্ষা ও ভরণপোষণের দায়িত্ব তিনি নিজেই বহন করেন।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা হামজা চৌধুরীর এই মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বিশ্বমঞ্চে বাংলার নাম উজ্জ্বল করার পাশাপাশি তিনি যেভাবে শেকড়ের মানুষের সেবায় এগিয়ে আসছেন, তা তরুণ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

Read Previous

সারজিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Read Next

এনসিপি নেত্রী নীলিমা দোলার পদত্যাগ

Most Popular