হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে ডিএমপির ব্রিফিং বিকেলে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট নিয়ে সংবাদ সম্মেলন করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

এর আগে, ২৮ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ৭ জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া হবে।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর মৃত্যু হয়। এরপর থেকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে আসছেন।

Read Previous

উৎসবমুখর পরিবেশে প্রথমবার জকসু নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

Read Next

পোস্টাল ভোট দেবেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার

Most Popular