খালেদা জিয়ার শোকবার্তায় যা বললেন জাতিসংঘ মহাসচিব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্দেশে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার (৭ জানুয়ারি) বার্তাটি প্রকাশ করে।

গত ২ জানুয়ারি প্রেরিত ওই শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বার্তায় অ্যান্তোনিও গুতেরেস উল্লেখ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ ও সম্মানজনক অবস্থান অর্জন করেছিলেন। দীর্ঘদিনের নেতৃত্ব ও জনসেবার মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে গভীর প্রভাব রেখে গেছেন।

তিনি আরও বলেন, এই শোকাবহ সময়ে প্রয়াত নেত্রীর পরিবার, বাংলাদেশ সরকার ও দেশের জনগণের প্রতি তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।

উল্লেখ্য, গণতন্ত্রের পক্ষে আপসহীন অবস্থানের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Read Previous

বিধ্বংসী নাসিরে ঢাকার সহজ জয়, পঞ্চম হার নোয়াখালীর

Read Next

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

Most Popular