দুপুরে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নানা বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে আজ দুপুরে বৈঠক বসতে যাচ্ছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সিইসির দপ্তর এ তথ্য জানায়।

সিইসি দপ্তর সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টা ৪৫ মিনিট প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসবেন।

সূত্র আরো জানায়, পোস্টাল ব্যালটের নকশা পরিবর্তন কিংবা পোস্টাল ব্যালট বাতিল করাসহ নানা বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে ধানের শীষ প্রতীকটি ব্যালটের ঠিক মাঝখানে রাখা হয়েছে, যা ভাঁজ করলে সহজে নজরে আসে না। দলটির পক্ষ থেকে এখনো পাঠানো হয়নি, এমন ব্যালটগুলো সংশোধন করার দাবি জানানো হয়েছে।

Read Previous

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন তারেক রহমান

Read Next

বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular