দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান। তাঁর পদত্যাগের দাবিতে ক্রিকেট খেলা বন্ধের ঘোষণা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—আজ বিকেলে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল। রাত সাড়ে ৯টায় এক জুম মিটিংয়ে পদত্যাগের দাবি তুলেছেন ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। বোর্ড পরিচালকের মন্তব্য নিয়ে মিঠুন বলেন, ‘বোর্ড পরিচালক প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহার করছেন, এটা পুরো ক্রিকেট অঙ্গনকে অনেক আঘাত করেছে এবং খেলোয়াড়েরা এটা কোনোভাবেই গ্রহণ করতে চাচ্ছে না। আমরা তাঁর পদত্যাগের দাবি করছি। 

Read Previous

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

Read Next

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular