কার গায়েহলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি?

গ্রামীণ আবহে গায়েহলুদের অনুষ্ঠানে উজ্জ্বল হলুদ শাড়ি পরে নাচ-গানে মেতেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মাঝে দেখা দিয়েছে বেশ কৌতূহল। ভিডিওতে দেখা গেছে, গায়েহলুদের সাজে পূজা চেরি, যা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সেখানে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও।

একটি সূত্র জানায়, বাস্তবে কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না এটি। এটি হচ্ছে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার একটি শুটিংয়ের দৃশ্য। সেই ভিডিওর একটি দৃশ্যে দেখা গেছে অভিনেতা আফরান নিশোকেও। ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন নিশো ও পূজা।

অ্যাকশন ও রোমাঞ্চধর্মী এ সিনেমাটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া প্রায় এক দশক পর এ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাবনায় নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিং চলাকালীন কোনো এক উৎসুক দর্শক গোপনে ভিডিওটি ধারণ করেন। শুটিং সেটে সাধারণ মানুষের ভিড় বেশি থাকায় কেউ একজন সুযোগ বুঝে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। পরে সেটি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নেটিজেনদের মাঝে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

এর আগেও ‘দম’ সিনেমার শুটিংয়ের জন্য কাজাখস্তানে পুরো টিম অবস্থান করেছিল। ভিন্ন লোকেশন ও শক্তিশালী কাস্টিংয়ের কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে বাড়তি কৌতূহল রয়েছে।

Read Previous

রুমিন ফারহানার সমাবেশে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ

Read Next

সালাদে যে সবজি খেলে কমবে ফ্যাটি লিভারের ঝুঁকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular