মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মালয়েশিয়ার পাহাং রাজ্যের রোমপিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি কৃষি শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে জালান সেলাঞ্চার-রেডং এলাকায় পণ্যবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা হলেন মো. কাদের (৩৪) এবং মো. ডালিম (৩০)। তারা দুজনেই স্থানীয় একটি পাম বাগানে (লাদাং) কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় মোহাম্মদ আসকার (৪১) নামে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সেগামাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে লরিচালক কিরণ (৪৫) এই দুর্ঘটনায় অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।
রোমপিন জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শরিফ শাই শরিফ মন্দোই জানান, ভুক্তভোগীরা সবাই সেগামাত এলাকার বাসিন্দা। ঘটনার সময় তারা একটি লরিতে করে ফেল্ডা রেডং থেকে ফেল্ডা সেলাঞ্চারের দিকে যাচ্ছিলেন। লরিটিতে পাম বাগানে ব্যবহারের জন্য বিষাক্ত রাসায়নিক বোঝাই ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লরিটি সামনের একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় দ্রুতগতির লরিটি রাস্তার বাম পাশে ছিটকে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশির মৃত্যু হয়।
তদন্তে আরও দেখা গেছে, লরি চালকের কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং দুর্ঘটনাগ্রস্ত লরিটির রোড ট্যাক্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তবে, নিহত ও আহত বাংলাদেশি শ্রমিকদের কাছে বৈধ ভ্রমণ ও কাজের নথিপত্র ছিল।
পুলিশ বর্তমানে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী মামলাটি তদন্ত করছে। লাইসেন্সবিহীন চালককে গাড়ি চালানোর অনুমতি দেওয়ার অপরাধে লরির মালিকের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুয়াদজাম শাহ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
