আইসিসির সঙ্গে মিটিং থেকে সন্তোষজনক ফলের আশা বিসিবির

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আজশনিবার বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল। তাদের সঙ্গে বৈঠক করবে বিসিবি। ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও তাদের একটি মিটিং হতে পারে বলে মিরপুরে শুক্রবার সাংবাদিকদের জানালেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।

মিঠু বলেন, ‘আমি জানি কাল আইসিসি প্রতিনিধি দল আসছে। প্রোগ্রাম সম্পর্কে সভাপতির জানা আছে। প্রোগ্রামে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট থাকবেন। আশা করি, মিটিং থেকে সন্তোষজনক ফল আসবে।’

বিশ্বকাপ ইস্যুতে সাংবাদিকদের আরেক প্রশ্নে মিঠু বলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। বোর্ড বলেন আর সরকার— আমরা মনে করি, আমাদের টিম, খেলোয়াড় ও সমর্থকরা নিরাপদ না সেখানে। এটা নিয়েই আলাপ হবে। এটা সভাপতি নিজেই দেখভাল করছেন। দেখি কাল কী ফল হয়। আমাকে যদি মিটিংয়ে থাকতে বলে থাকব। নয়তো উনি (আমিনুল ইসলাম বুলবুল) যাদের নিয়ে মিটিংয়ে বসবেন, তারা এ বিষয়ে আলাপ করবেন। ভালো লক্ষণ যে, তারা (আইসিসি প্রতিনিধি দল) আসছে। দেখা যাক বিষয়টি কোথা থেকে কোথায় যায়।’

মিটিংয়ে ক্রীড়ামন্ত্রীও উপস্থিত থাকতে পারেন, এই প্রসঙ্গে মিঠু জানালেন, ‘বিষয়টি আমার জানা নেই। এটা গতকাল শুনেছি। এ বিষয়ে জিজ্ঞেস করতে হবে। জানা থাকলে আপনাদের বলতাম। যে একটা মিটিং হবে, সেখানে ক্রিকেট বোর্ড কর্তারা থাকবে। আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথেও হয়তো মিটিং হবে। এটা জানলে আপডেট করতে পারব।’

এখন পর্যন্ত আইসিসি থেকে কোনো পজিটিভ কিছু কি পেয়েছে বিসিবি, উত্তরে মিঠু বলেন, ‘এটা একটা প্রসেসে গেছে। প্রথমে আমরা একটা মেইল দিয়েছি, তারা উত্তর দিয়েছে, আমরা আবার মেইল দিয়েছি। তারপরে একটা জুম মিটিং হয়েছে। জুম মিটিংয়ের পরে এখন তারা সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু বোর্ডের অবস্থান একটাই (ভারতে খেলতে যাবে না বাংলাদেশ)।’

Read Previous

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে নিয়োগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular