কুমিল্লায় শীতার্ত মানুষের পাশে জেসিআই ঢাকা ইউনাইটেড

কুমিল্লায় অসহায়, দরিদ্র ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেড। মানবিক এই উদ্যোগের আওতায় প্রায় পাঁচ শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) কুমিল্লার স্থানীয় একটি মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক সাবেক এজিএম বীর মুক্তিযোদ্ধা আলী আজগর সরকার। তিনি শিশুদের হাতে কম্বল তুলে দিয়ে বলেন, ‘এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। জেসিআই ঢাকা ইউনাইটেড মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।’

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এফএভিপি মুন্সি মো. জাকারিয়া এবং জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার সুলতান আহমেদ মুন্সি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেসিআই ঢাকা ইউনাইটেডের প্রেসিডেন্ট ডা. মো. এনামুল হক বলেন, ‘তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সম্মিলিতভাবে কাজ করলে শীতার্ত মানুষের দুর্দশা লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এসময় জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অফ ডিরেক্টরস সদস্য মাহমুদ খান বিজু, তাহিয়াদুল ইসলাম তামজিদ, আরিফ সিকদার, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান ও মো. আব্দুল কাইয়ুম, সংগঠনের সদস্য আশরাফুল ইসলাম, সাদাত আলম শাওন ও শাহ জালাল উপস্থিত ছিলেন।

Read Previous

ঝড় তোলা সেই গানের ১০০ কোটি ভিউ, যা বললেন তামান্না

Read Next

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular