দেম্বেলের জোড়া গোলে আবারও শীর্ষে পিএসজি

দলবদল–সংক্রান্ত গুঞ্জনকে পাত্তা না দিয়ে জোড়া গোল করে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন উসমান দেম্বেলে। তার নৈপুণ্যে দুই ম্যাচ পর জয়ের দেখা পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শুক্রবার নিজেদের মাঠে লিলকে ৩–০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শীর্ষস্থান আবারও দখল করেছে তারা।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ২০২৫ সালের ব্যালন ডি’অরজয়ী দেম্বেলে নাকি ক্লাবের নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে কোচ লুইস এনরিকে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। মাঠে তার জবাব দিলেন দেম্বেলে নিজেই—দুটি দর্শনীয় গোল করে প্রমাণ করলেন, তার মনোযোগে কোনো ঘাটতি নেই।

ম্যাচের ১২ মিনিটে বক্সের বাইরে প্রায় ২০ মিটার দূর থেকে নেওয়া দেম্বেলের দুর্দান্ত শটে লিল গোলকিপার কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগই পাননি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে চার ডিফেন্ডারের মাঝেও দারুণ দক্ষতায় জায়গা তৈরি করে তিনি আরেকটি অসাধারণ গোল করেন। তার চিপ শট ক্রসবার ছুঁয়ে জালে জড়ায়, গোলরক্ষক বার্কে ওজার তখন কেবল তাকিয়ে দেখা ছাড়া কিছুই করতে পারেননি।

পিএসজির জার্সিতে শেষ পাঁচ ম্যাচে এটি ছিল দেম্বেলের চতুর্থ গোল। অথচ এর আগে টানা আট ম্যাচে তিনি গোলের দেখা পাননি। ইনজুরি সময়ে বদলি হিসেবে নামা ব্রাডলি বার্কোলা দলের হয়ে তৃতীয় গোলটি যোগ করেন।

নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে ফরাসি কাপে হারের পর এই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পিএসজি লেন্সকে দুই পয়েন্টে পেছনে ফেলে লিগের শীর্ষে উঠে গেছে। এক ম্যাচ কম খেলা লেন্স আছে দ্বিতীয় স্থানে, আর লিল ১০ পয়েন্ট পিছিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।

Read Previous

শবে মেরাজের ঘটনা থেকে চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা

Read Next

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করে ধরা খেল ইসরাইলি সেনারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular