ঢাকাকে বিদায় করে প্লে-অফের টিকিট কাটল রংপুর

ঢাকাকে বিদায় করে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ রানে জিতেছে রংপুর। এই হারে লিগ পর্ব থেকেই ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস।

প্রথমে ব্যাট করে রংপুর করে ২০ ওভারে ১৮১ রান ৪ উইকেটে। ডেভিড ম্যালান করেন ৭৮ রান। তাওহিদ হৃদয় করেন ৬২ রান। দুজন মিলে গড়েন ১২৬ রানের ওপেনিং জুটি। এটি এবারের বিপিএলে ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি। ঢাকার হয়ে সাইফউদ্দিন নেন ২ উইকেট ৩৩ রানে।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা শুরুটা ভালো করেছিল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৭০ রান করে ৭ উইকেটে। সাইফউদ্দিন অপরাজিত থাকেন ৫৮ রানে। উসমান খান করেন ৩১ রান। অধিনায়ক মিঠুন করেন ২৫ রান।

৯৯ রানে ছয় উইকেট পড়ার পর সাইফউদ্দিন ও ইমাদ ওয়াসিম যোগ করেন ৪৮ রান। সেটিই ছিল ঢাকার সবচেয়ে বড় জুটি। শেষ দুই ওভারে দরকার ছিল ৩৫ রান। উনিশতম ওভারে মোস্তাফিজ দেন মাত্র ৪ রান। তিনি ইমাদকে আউট করেন। তখনই ম্যাচ চলে যায় রংপুরের নিয়ন্ত্রণে।

শেষ ওভারে রাকিবুল হাসানের বলে সাইফউদ্দিন মারেন তিনটি ছক্কা। তবু জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। ঢাকার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়।

এই জয়ে ৯ ম্যাচে রংপুরের পয়েন্ট দাঁড়ায় ১০। ঢাকার পয়েন্ট থাকে ৪। দুই দলের একটি করে ম্যাচ বাকি থাকলেও সমীকরণ শেষ। আগেই প্লে-অফ নিশ্চিত করেছিল চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চতুর্থ দল হিসেবে তাদের সঙ্গে যোগ দিল রংপুর রাইডার্স। ম্যাচ সেরা হন ডেভিড ম্যালান।

Read Previous

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

Read Next

৪ কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular