ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি

ভারতের মাঠেই ভারতীয় বোলারদের তুলোধুনো করছেন ড্যারেল মিচেল। ওয়ানডে ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে নবম সেঞ্চুরি হাঁকালেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান।

ভারতের মাঠে এটা মিচেলের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালের ২২ অক্টোবর ও ১৫ নভেম্বর ধর্মশালা এবং ওয়াংখেড় স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মিচেল।

তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন কিউই তারকা।

গত ১৪ জানুয়ারি রাজকোটে ১১৭ বলে ১১টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১৩১* রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে সিরিজে সমতায় ফেরান মিচেল।

আজ দুই দলের জন্যই সিরিজের ‘অঘোষিত ফাইনাল’। এই ম্যাচে যারা জিতবে সিরিজ জয় তাদেরই নিশ্চিত হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড।

ইনদোরের হলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই ৫ রানে দুই ওপেনার হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫৮ রানে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়াং।

প্রথম সারির তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে ইতোমধ্যে তারা ১৬৭ রানের জুটি গড়েছেন। ৩৯ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২২৫ রান।

Read Previous

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

Read Next

নিরাপত্তা জোরদার, নির্বাচন কমিশনের সামনে বিজিবি মোতায়েন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular