আসন্ন ভোটও বিগত ৩ নির্বাচনের দিকে যাচ্ছে : এনসিপি

নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, আমরা বিষয়টি নিয়ে শঙ্কিত। তারা একটি বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়। আসন্ন নির্বাচনও বিগত তিনটা নির্বাচনের দিকে যাচ্ছে। বিষয়টি আমাদের মনে শঙ্কার জন্ম দিয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে বাংলা মোটরে পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। কাল ইসি কোনও ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামব, আইনি লড়াই করব। ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেব না।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে (ইসি) গুন্ডামি করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনও বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেব না।

বিএনপির দিকেও আঙ্গুল তুলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

Read Previous

বিসিবি-আইসিসি বৈঠক : ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

Read Next

ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular