নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেক জনগোষ্ঠী অকার্যকর হবে: মির্জা আব্বাস

নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, অনেকে নারীদের সম্মানের নামে ঘরে বসিয়ে রাখার কথা বলেন, কিন্তু এতে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অচল হয়ে পড়বে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন যে নারীদের ঘরে বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, এ কারণেই তিনি নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

অনুষ্ঠানে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন এবং সুযোগ পেলে প্রতিষ্ঠানটি সরকারিকরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।

Read Previous

গণভোটে ‘হ্যাঁ’ বিজয় হলে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত হবে: স্বাস্থ্য উপদেষ্টা

Read Next

খাবার খাওয়ার পর হাঁটা কি শরীরের জন্য ভালো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular