নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেক জনগোষ্ঠী অকার্যকর হবে: মির্জা আব্বাস
নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, অনেকে নারীদের সম্মানের নামে ঘরে বসিয়ে রাখার কথা বলেন, কিন্তু এতে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অচল হয়ে পড়বে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী শিক্ষার বিকল্প নেই।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপলব্ধি করেছিলেন যে নারীদের ঘরে বসিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, এ কারণেই তিনি নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।
অনুষ্ঠানে তিনি সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন এবং সুযোগ পেলে প্রতিষ্ঠানটি সরকারিকরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
