এনসিপির নির্বাচনী অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

আপিল শুনানির শেষ দিন নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই কমিশনের অধীনে এনসিপি নির্বাচনে যাবে কি না তা ভাবার দরকার আছে।

জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান আসিফ মাহমুদ।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন এক পাক্ষিক রায় দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ দিয়েছে। এভাবে চললে এই কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না।

আসিফ বলেন, আপিল শুনানির শেষ দিন বাইরে ছাত্রলের মব এবং ভেতরে বিএনপি মহাসচিবসহ দলটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। এ ঘটনাকে নাটক বলে মন্তব্য করেন তিনি।

এসময় জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান আসিফ।

Read Previous

নারীরা সুযোগ পেলে জাতির ভবিষ্যৎ বদলে দেয়: প্রথম বক্তৃতায় জাইমা রহমান

Read Next

কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular