পর্দা নামছে ঢাকা চলচ্চিত্র উৎসবের

পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। টানা কয়েক দিনের বর্ণাঢ্য আয়োজন শেষে রোববার (১৮ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।

উৎসবের শেষ দিনে রাজধানীর জাতীয় জাদুঘর ও শিল্পকলা একাডেমি এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একগুচ্ছ চলচ্চিত্র প্রদর্শিত হবে। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সমাপনী আয়োজনে জনপ্রিয় সংগীতশিল্পী আহমেদ হাসান সানি সংগীত পরিবেশন করবেন এবং সবশেষে এশিয়ান কম্পিটিশন বিভাগে সেরা পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এছাড়া দিনভর জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘পরিণাম’, ‘বেহুলা দরদি’, ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ এবং চিত্রশালা মিলনায়তনে ‘রাত্রিযাপন’-এর মতো দেশ-বিদেশের একাধিক সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা।

সমাপনী দিনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদানও করা হবে। দেশ-বিদেশের সেরা নির্মাতাদের হাতেই উঠবে সেই সম্মাননা।

এর আগে গতকাল শনিবার উৎসবের মাস্টারক্লাসে তরুণ নির্মাতারা আলেকজান্দ্রা মারকোভিচ ও তেরেসা ভীনার মতো বিশেষজ্ঞদের কাছ থেকে চলচ্চিত্র নির্মাণের গুরুত্বপূর্ণ কৌশল শেখার সুযোগ পেয়েছেন।

Read Previous

ট্রাম্পের শুল্ক হুমকির কড়া জবাব ইউরোপীয় নেতাদের

Read Next

ইসিতে শেষ দিনের আপিল শুনানি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular