নেত্রকোনায় স্বামী হত্যা মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

পারিবারিক কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে কুঠার দিয়ে আঘাত করে হত্যাকাণ্ডের মামলায় স্ত্রী রুবিনা আক্তারকে (২৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নেত্রকোনার দায়রা জজ আদালত। সেইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন দায়রা জজ মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি।

এর আগে ২০২১ সালের ১৪ মে কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে শ্বশুর বাড়িতে খুন হন রুক্কু মিয়া।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, পুর্বধলা উপজেলার রুক্কু মিয়ার সাথে কলমাকান্দা উপজেলার রুবিনা আক্তারের বিয়ে হয় হয় ১০ বছর আগে। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। রুক্কু মিয়া গাজীপুরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে পরিবারিক কলহ থাকায় হত্যাকান্ডের একমাস আগে রুবিনা আক্তার বাবার বাড়ি কলমাকান্দার কৈলাটি গ্রামে চলে আসেন।

শেষে ঈদের ছুটিতে রুক্কু মিয়া বাড়ি আসলে সন্তানদের দেখতে ঈদের দিন শ্বশুর বাড়ি যান। সেখানে রাতে কুঠার দিয়ে মাথায় আঘাত করে হত্যাকাণ্ড ঘটায় স্ত্রী।

পরদিন ১৫ মে রুবিনার ভাই রুক্কু মিয়ার ভাইকে মোবাইল ফোনে জানায় তার ভাই আঘাত পেয়েছে। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে রুক্কু মিয়ার মরদেহ বিছানায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

এরপর রুক্কু মিয়ার ভাই মো আসাদ মিয়া বাদী হয়ে রুবিনা আক্তারকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে মোট ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম জানান এ রায়ে তিনি সন্তুষ্ট।

Read Previous

জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

Read Next

নির্বাচনে ৪১৮ ড্রোন ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular