সাফ নারী ফুটসালে নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ফুটসাল প্রতিযোগিতায় সোমবার (১৯ জানুয়ারি) নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে শিরোপার পথে অনেকটাই এগিয়ে গেল সাবিনা খাতুনের দল।
ম্যাচের প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন গোল করে দলকে লিড এনে দেন। চলতি টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল—প্রথম ম্যাচে জোড়া গোলের পর পরের দুই ম্যাচে একটি করে গোল করেছেন তিনি।
এরপর দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা রাণী সরকার। চমৎকার বল কন্ট্রোলের পর দূরপাল্লার শটে তিনি নেপালের গোলরক্ষককে পরাস্ত করেন। জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য সাবিনা ও কৃষ্ণা বর্তমানে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় ফুটবলের বাইরে থাকলেও ফুটসালে নিজেদের ব্যস্ত রেখেছেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের গোলরক্ষক চাপে পড়ে যান। শেষ পর্যন্ত লিপি আক্তারের শক্তিশালী শটে আসে তৃতীয় গোল। ফ্রি কিক থেকে সুমাইয়ার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নেন লিপি। অন্যদিকে নেপালের পাল্টা আক্রমণগুলো দক্ষ হাতে সামাল দেন বাংলাদেশের গোলরক্ষক ঝিলি।
এর আগে প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ এবং দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। নেপালের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট, যা তাদের শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নিচ্ছে। ছয় ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশের পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে চার পয়েন্ট অর্জন করেছে এবং মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে। নারী দলও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে।
