বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত পাকিস্তানের

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টটি ঘিরে অনিশ্চয়তার কারণে আপাতত সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রমে বিরতি দেওয়া হয়েছে বলে সোমবার জিও নিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

পিসিবি কর্মকর্তারা জানান, পরবর্তী করণীয় বিষয়ে পরে দল পরিচালনা পর্ষদকে জানানো হবে। একই সঙ্গে পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পিসিবির মতে, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’। কর্মকর্তারা আরও বলেন, বাংলাদেশের অংশগ্রহণসংক্রান্ত বিষয়টি যদি সমাধান না হয়, তাহলে পাকিস্তানও নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে।

সূত্রগুলো নিশ্চিত করেছে, এ ইস্যুতে পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পাশে রয়েছে। রোববার থেকেই এমন খবর আসছে যে, বাংলাদেশের উদ্বেগ সন্তোষজনকভাবে নিরসন না হলে পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়ে পর্যালোচনা করছে।

পিসিবির অভ্যন্তরীণ সূত্রের ভাষ্য, কোনো দেশকে আয়োজক হতে বা অংশগ্রহণ নিয়ে চাপ বা হুমকির মুখে ফেলা উচিত নয়। এদিকে ১১ জানুয়ারি পিসিবি জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না গেলে তারা বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের ব্যাপারে আগ্রহী। পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু প্রস্তুত রয়েছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও আইসিসি নারী বাছাইপর্ব সফলভাবে আয়োজনের উদাহরণও তুলে ধরেছেন কর্মকর্তারা।

এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) স্পষ্ট করে জানিয়েছে, তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরানো হবে না। বাংলাদেশ গ্রুপ বদল করতে পারে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। তিনি বলেন, “আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে সূচিতে কোনো পরিবর্তন হবে না। আমরা গ্রুপ পর্ব শ্রীলঙ্কাতেই খেলছি।”

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারির মধ্যে। ঢাকায় আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক বৈঠকগুলোর পর এই সিদ্ধান্ত প্রত্যাশিত। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বৈঠকে বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করলেও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের পক্ষে মত দিয়েছে, যেখানে শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে।

তবে আইসিসি জানিয়েছে, মূল সূচিই বহাল থাকবে। সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা, এরপর একই ভেন্যুতে আরও দুটি ম্যাচ খেলে মুম্বাইয়ে গ্রুপ পর্ব শেষ করার কথা। আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, বাংলাদেশ দলের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই।

শেষ পর্যন্ত বাংলাদেশ যদি ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে আইসিসি বিকল্প দল মনোনয়ন দেবে। র‍্যাংকিংয়ের ভিত্তিতে সে ক্ষেত্রে স্কটল্যান্ডই রয়েছে পরবর্তী অবস্থানে।

Read Previous

দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও ছাত্রদলের

Read Next

সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে রোমে ‘ওপেন ডে’ পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular