সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

চার সপ্তাহের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে দুপুরে স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।

এ সময় আন্দোলনকারীরা ‘রিট করে শাকসু, বন্ধ করা যাবে না, ২০ তারিখ শাকসু, দিতে হবে দিতে হবে, শিক্ষার্থীদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বহুল প্রতীক্ষিত শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট তা স্থগিত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা ২০ জানুয়ারিই শাকসু নির্বাচন চাই।

এর আগে রোববার শাকসু স্থগিত চেয়ে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ।

নির্বাচন স্থগিতে হাইকোর্টের রায়ের খবর শোনার পর বিক্ষোভ শুরু করেন শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল প্যানেলের একাংশ ও স্বতন্ত্র প্রার্থীসহ অনেক শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) ২৮ বছর পর শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল।

Read Previous

শাকসু নির্বাচন স্থগিত

Read Next

পাকিস্তান সফরের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular