আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিপক্ষ। পরে এ আদেশ দেন আদালত।

এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম, সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফিসহ ১৬ জন আসামি। এদের মধ্যে ৮ জন গ্রেফতার আছেন, তাদের প্রত্যেকেই পুলিশ বাহিনীর। আর বাকি ৮ জন পলাতক আছেন।

এর আগে, গত ১২ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, যেকোনো দিন রায় ঘোষণা হবে আলোচিত এ মামলাটির।

মামলায় দেয়া তদন্ত প্রতিবেদনে ঘটনার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে পুলিশের গাড়িতে এই ছয়জনকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।

Read Previous

পরীমনির সৌন্দর্যের প্রশংসায় চঞ্চল চৌধুরী

Read Next

নাটোরে আইসিইউ অ্যাম্বুলেন্সকে ‘ভোটের গাড়ি’ বানিয়ে প্রচারণা, সমালোচনার মুখে প্রত্যাহার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular