আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে কোন যোগাযোগ হয়নি স্কটল্যান্ডের

আইসিসির সাথে বিশ্বকাপে অংশগ্রহণ ইস্যুতে স্কটল্যান্ডের কোন যোগাযোগ হয়নি। তবে ভারতীয় একাধিক গণমাধ্যম গত দুই দিন ধরে সংবাদ প্রকাশ করছে যে, বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিশ্বকাপে টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রেখেছে আইসিসি। বিবিসি স্পোটর্স এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে তুলে ধরা হয়েছে।

বিবিসি স্পোটর্সের ওই প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসি আগামী মাসে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিস্থাপনের বিষয়ে স্কটল্যান্ডের সাথে কোনো আলোচনা করেনি। তবে ডাক পেলে স্কটিশ খেলোয়াড়রা প্রস্তুত থাকবে।

এদিকে বাংলাদেশ আইসিসিকে জানিয়েছে যে, তারা দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে ভারতে যাবে না।

বিবিসি স্পোর্টস আরো বলেছে, আইসিসি ক্রিকেট স্কটল্যান্ডের সাথে এই পর্যায়ে সিদ্ধান্ত বা পদক্ষেপের জন্যও যোগাযোগ করেনি।

উল্লেখ্য, রাজনৈতিক কারণে ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে জিম্বাবুয়ে নিজেকে প্রত্যাহার করে নেয় এবং স্কটল্যান্ডের স্থলাভিষিক্ত হয়।

Read Previous

১০ দলের সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা বিকেলে

Read Next

পরীমনির সৌন্দর্যের প্রশংসায় চঞ্চল চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular