আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার যুক্তিতর্ক শেষ, রায় যেকোনো দিন
জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানোসহ সাত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন আসামিপক্ষ। পরে এ আদেশ দেন আদালত।
এ মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম, সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহিল কাফিসহ ১৬ জন আসামি। এদের মধ্যে ৮ জন গ্রেফতার আছেন, তাদের প্রত্যেকেই পুলিশ বাহিনীর। আর বাকি ৮ জন পলাতক আছেন।
এর আগে, গত ১২ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, যেকোনো দিন রায় ঘোষণা হবে আলোচিত এ মামলাটির।
মামলায় দেয়া তদন্ত প্রতিবেদনে ঘটনার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরের দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও একজন গুলিতে গুরুতর আহত হন। পরে পুলিশের গাড়িতে এই ছয়জনকে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশ।
